মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নাম অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর হলের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ২০০১ সালের ০৭ মে হলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হলের প্রথম প্রভোস্ট এবং প্রজেক্ট ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
হলের ছাত্রীরা আন্ত:হল, আন্ত:বিশ্ববিদ্যালয় বহি:ক্রীড়া ও অভ্যন্তরীণক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে হলের ছাত্রীরা নানা প্রতিভার স্বাক্ষর রাখছে।
হলে ছাত্রীদের মুক্তচিন্তা বিকাশের জন্য রয়েছে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ডিবেটিং ক্লাব। রয়েছে বাঁধন সংগঠন যারা আর্তমানবতার সেবায় বিনামূল্যে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় করে থাকে। রেঞ্জার ইউনিট হলে ও বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন ও বিভিন্ন স্কিল প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকে।
ছাত্রীদের পড়াশোনার সুবিধা বৃদ্ধির জন্য লাইব্রেরি ছাড়াও তিনটি পাঠ কক্ষ রয়েছে। এছাড়াও নামাজ ও কোরআন তেলাওয়াতের জন্য কক্ষ রয়েছে। ছাত্রীদের নিয়মিত সাংস্কৃতিক কর্মকান্ড অনুশীলনের জন্য রয়েছে সংস্কৃতি চর্চা কক্ষ, বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের জন্য সুপ্রশস্ত অডিটোরিয়াম রয়েছে । অডিটোরিয়ামের একপাশে রয়েছে দৈনিক সংবাদপত্র পাঠের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় থেকে প্রদানকৃত ইন্টারনেট সংযোগ থেকে হলের ছাত্রীরা ইন্টারনেট সুবিধা পেয়ে থাকে। পাশাপাশি হলের অভ্যন্তরে ফোন, লন্ড্রি, ফটোস্ট্যাট ও বিপনী রয়েছে। উল্লেখিত কার্যক্রমে মার্চ ২০১৯ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদও সার্বিক সহযোগিতা করছে।