ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ম হল হিসেবে পাকিস্তানের কবি আল্লামা ইকবালের নামে ১৯৫৭ সালে ‘ইকবাল হল’ স্থাপিত হয়।বিক্ষুব্ধ ছাত্ররা ঊনসত্তের আইয়ুব খানের পতন ঘটান এবং ইকবাল হলের নাম পরিবর্তন করে আগরতলা মামলার ১৭ নং অভিযুক্ত শহীদ সার্জেন্ট জহুরুল হকের স্মরণে নতুন নামকরণ করেন ‘সার্জেন্ট জহুরুল হক হল’।১৯৭১ সালের মার্চে অসহযোগ আন্দোলন শুরু হলে বাঙালির দিক নির্দেশনার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে এই হল। বাঙালির মুক্তির লক্ষ্যে এই হল থেকে গঠিত হয় ‘জয় বাংলা বাহিনী’। মুক্তিযুদ্ধে বাঙালির প্রেরণার উৎস বাংলাদেশের মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা তৈরি হয় এ হলে এবং ২ মার্চ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্রনেতারা তা প্রথম উত্তোলন করেন। এই হলে পাকিস্তান হানাদার বাহিনী ২৫ মার্চের কালরাতে অতর্কিত আক্রমণ চালিয়ে বহু ছাত্র, কর্মচারী ও নিরীহ মানুষকে হত্যা করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবার প্রত্যাশা অনুসারে ইকবাল হলের নাম দাপ্তরিকভাবে পরিবর্তন করে ‘জহুরুল হক হল’ রাখেন। ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘শহীদ সার্জেন্ট জহুরুল হক হল’ নামকরণ করেন।