অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের এম.এফ.এ প্রোগ্রামের লক্ষ শিক্ষার্থীকে শিল্পকলার বৃহত্তর জগতে সক্রিয় চিত্রশিল্পী হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহনে সহায়তা প্রদান। এ পর্যায়ের পাঠ্যসূচিকে সম্পূর্নভাবে গবেষণা ও নিরীক্ষা ভিত্তিক করা হয়েছে যাতে শিক্ষার্থীরা বিশ্লেষণধর্মী এ পর্যায়ের পর্যবেক্ষণ, আলোচনা ও সমালোচনার মাধ্যমে তাঁদের চেতনার/ধারণার প্রতিরূপ তৈরিতে সমর্থ হয়। যেহেতু এম.এফ,এ পর্বের শিক্ষার্থীদের প্রয়োজন আছে উদ্ভাবনী ক্ষমতা ও অনন্য শিল্প শৈলী অর্জনের ফলে এই পর্বে শিক্ষার্থীদের প্রত্যেকের শিল্পকর্ম পৃথক ভাবে পর্যালোচনা ও মূল্যায়ণ করা হয় এবং সমন্বিত শিক্ষকমন্ডলী দ্বারা গঠিত জুরি বোর্ডের প্রদত্ত মতামতকেও গুরুত্ব দেওয়া হয়। নিরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর সুযোগ রয়েছে প্রাচীন থেকে সাম্প্রতিক সময়ে উদ্ভাবিত চিত্রকলার নানা অনুসঙ্গ ব্যবহারের যা তার উদ্ভাবনী ক্ষমতা ও অনন্য কল্পনা প্রসূত চিত্ররূপ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ন।
সাম্প্রতিক সময়ের তথা বৈশ্বিক প্রেক্ষাপটে উপমহাদেশের শিল্প ইতিহাসের আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণাত্মক দিকগুলোর গুরুত্ব দিয়ে প্রণীত তত্ত্বীয় পাঠ্যসূচি শিক্ষার্থীদের নিজ নিজ শিল্পকর্ম নিরীক্ষার সহায়ক, যা শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক জ্ঞান বিকাশের পাশাপাশি সৃজনশীল চর্চায় আত্মবিশ্বাসী হয়ে উঠবার জন্য অপরিহার্য্য।
বি.এফ.এ সম্মান পরবর্তী এম.এফ.এ প্রোগ্রাম হবে দুই বছরের। চার বছরের বি.এফ.এ সম্মান উত্তীর্ণ শিক্ষার্থীরা এম.এফ.এ প্রোগ্রামে ভর্তির সুযোগ পায়। ১ম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা ২য় পর্বে রয়েছে। বি.এফ.এ পর্বের তত্ত্বীয় বিষয়ে কেবল মাত্র জিপিএ ৩.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের এম.এফ.এ ২য় পর্বে অভিসন্দর্ভ করার সুযোগ থাকবে। অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রে সমকালীন উপমহাদেশে চিত্রকলা বিষয়ে তত্ত্বীয় পাঠ আবশ্যিক। ২য় পর্বের পরীক্ষা শেষে দুই পর্বের মোট নম্বর যোগ করে চ‚ড়ান্ত ফলাফল প্রণয়ন করা হয়।