প্রিন্টমেকিং বিভাগ, চারুকলা অনুষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়
এম.এফ.এ কোর্সের পাঠ্যক্রম
পূর্ণ মান -১০০০ , ক্রেডিট আওয়ার -৮৮
এম এফ এ কোসর্ ২০১২-২০১৩ সেশন থেকে কার্যকর হবে
উদ্দেশ্য :
একজন শিক্ষার্থী এম.এফ.এ ১ম ও ২য় পর্বে রিলিফ প্রসেস, ইন্টাগলিও প্রসেস, প্লেনোগ্রাফিক প্রসেস (প্রয়োজনে নিজের বেছে নেয়া মাধ্যমের সাথে আরো একটা মাধ্যম ব্যাবহার করে) - এই কয়েকটি মাধ্যমের যে কোন একটি মাধ্যমে ২ বছর কাজ করবে। প্রিন্টমেকিং বিভাগের এম.এফ.এ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের সামগ্রিক শিল্পকলার ক্ষেত্রে বিশেষ করে প্রিন্টমেকিং শিল্পভাষার নিরীক্ষা এবং গবেষণার জন্য প্রস্তুত করে তোলা। বি.এফ.এ পর্বে একজন শিক্ষার্থী এই মাধ্যমের বিভিন্ন দিকগুলি সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করেছে। এম.এফ.এ পর্বে শিক্ষার্থীরা যে কোন একটি মাধ্যমে ২ বছর কাজ করবে সেই নির্দিষ্ট মাধ্যমে আরো উচ্চতর জ্ঞান লাভের উদ্দেশ্যে। নেচারাল ফরমের সহজিকরন ও গবেষনার ক্ষেত্রে শিক্ষার্থীরা (কনভেনশনাল, বাস্তবধর্মী, বিমূর্ত, ননঅবজেকটিভ ইত্যাদি) ননকনভেনশনাল রীতিতে কম্পোজিশন ১, ২, ৩, ৪, ৫ নামের কোর্সগুলো থেকে একটা উচ্চতর ধারনা লাভ করবে। সেই সাথে নিরীক্ষামূলক ড্রইংটি চর্চার ফলে শিক্ষার্থীরা মাধ্যমগত বিষয়ের সাথে তাদের লে-আউটটির প্রয়োগিক সম্পর্ক খুজে পাবে। সেই সাথে একজন শিক্ষার্থী একটি মাধ্যমে ২ বছর কাজ করার ফলে সে মাধ্যমটির ভাষাগত উচ্চতর পর্যায়ে পৌছে যাবে এবং নিজস্ব শিল্পভাষা সৃষ্টির ক্ষেত্রে অনেকদুর এগিয়ে যাবে, যা পরবর্তীতে শিল্পীর এবং সেই মাধ্যমের প্রয়োগিক প্রেক্ষাপটটি যথেষ্ঠ যুক্তি যুক্ত ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক পথেয় হয়ে দাড়াবে।