ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সহশিক্ষা কার্যক্রমে সফলতা অর্জন এবং স্নাতক (সম্মান) শ্রেণির ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের জন্য
চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তন্বী রহমানকে বঙ্গমাতা মেমোরিয়াল স্বর্ণপদক প্রদান হয়েছে।
সোমবার (৮ আগস্ট) অপরাহ্নে ফজিলাতুনন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা হলের উদ্যোগে এই স্বর্ণপদক, বৃত্তি, স্মারক বক্তৃতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান হল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদ তুলে দেন। বঙ্গমাতা শেখ
এ অনুষ্ঠানে চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তন্বী রহমানকে তার কৃতিত্ত্বের জন্য স্বর্ণপদক লাভ করেন।