https://ssl.du.ac.bd/fontView/images/file/1715618605Prospectus.docx
১। প্রফেশনাল এম.এ ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের মেয়াদ দুই বছর। প্রোগ্রামটি ৬ মাস করে ৪টি সেমিস্টারে বিভক্ত। প্রতি সেমিস্টার শেষে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
২। যেকোন স্বীকৃত বিশ^বিদ্যালয় থেকে ¯œাতক (সম্মান) অথবা পাস/সমমান ডিগ্রীধারীগণ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ২.৫-এর নিচে গ্রহণযোগ্য হবে না।
৩। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আগামী ১৩/৬/২০২৪ তারিখ পর্যন্ত বিভাগীয় অফিস থেকে ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ¯œাতক (সম্মান/পাস/সমমান) পর্যন্ত সকল পরীক্ষার মার্কসীট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের এক সেট ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সত্যায়িত করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। ভর্তির সময় মাইগ্রেশন সার্টিফিকেট প্রদান করতে হবে।
৪। ক্লাশসমূহ শুক্রবার ও শনিবার বিকাল ৩:০০ টা থেকে রাত ৯:১৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
৫। প্রোগ্রামের ফি মোট ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকার খরচ নি¤œরূপ:
ক. ভর্তির ফি, রেজিস্ট্রেশন ফি ও সেমিনার ফি বাবদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা যা ভর্তির সময় প্রদেয়;
খ. প্রতি সেমিস্টারে কোর্স ফি, মৌখিক পরীক্ষা ও অন্যান্য ফি বাবদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা করে ৪ সেমিস্টারে প্রদেয় (২৫,০০০দ্ধ৪) = ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
৬। ভর্তি পরীক্ষা ২৯/৬/২০২৪ তারিখ শনিবার বিকাল ৩:৩০ টায় কলাভবনের ২০২৪ ও ২০২৫ নং কক্ষে অনুষ্ঠিত হবে। ৩:০০ টার মধ্যে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে।
৭। ১০০ নম্বরের গঈছ পদ্ধতির পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নম্বর বণ্টন নি¤œরূপ :
বাংলা-২০
ইংরেজি-২০
সাধারণ জ্ঞান-২০
ইসলামিক স্টাডিজ-৪০
--------------------
সর্বমোট = ১০০
৮। ন্যূনতম পাশ নম্বর-৪০
(অধ্যাপক ড. মোঃ ছানাউল্লাহ)
চেয়ারম্যান
ইসলামিক স্টাডিজ বিভাগ
ঢাকা বিশ^বিদ্যালয়
কলা ভবন, ঢাকা বিশ^বিদ্যালয়, ঢাকা-১০০০, বাংলাদেশ। ফোন : 01815497677
মোবাইল: ০১৫৫২৫৬৩৮৮৬, ০১৭০৬৪২৭৯১০, ০১৫৫২৩৩১১১৪, ০১৩২৬২৬৭৫২০