পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৩১ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকা হতে খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবনের ৩০০ নং সেমিনার কক্ষে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে 'জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক আলোচনা ও স্মরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থীরা জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক আলোচনা এবং স্মৃতিচারণ করেন। আহত-নিহত জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।