শুভেচ্ছা নিবেন। বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL)-র আয়োজনে ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’ শীর্ষক ধারাবাহিক বক্তৃতা কার্যক্রমের ঊনিশতম অনুষ্ঠান বিগত ২০ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, সকাল ১১.০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন আর.সি. মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. এ কে এম হারুনার রশীদ। ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’য় বঙ্গবন্ধু শেখ মুজিবের ‘কারাগারের রোজনামচা’ কারা জীবন, রাজনীতি ও সমাজ প্রসঙ্গ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূইয়া। পঠিত প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন বাংলা একাডেমির সাবেক পরিচালক ড. জালাল ফিরোজ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL)-র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. ফকরুল আলম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেছেন BSMRIPL-র রিসার্চ ফেলো তৌহিদুল হাসান নিটোল।