আজ অমর একুশে হলের ডাইনিং রসনার জন্য অনলাইন ব্যবস্থাপনা পদ্ধতির একটি ওয়েব এপ্লিকেশনের উদ্বোধন করলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইশতিয়াক এম সৈয়দ সহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাইনিংয়ের যাবতীয় কাজ যেমন মিল চালু বা বন্ধ রাখা, ডাইনিংয়ের কার্ড বাতিল বা সাময়িক বন্ধ রাখা, প্রতিদিনের মিল চালু আছে এমন সদস্যদের নামের তালিকা, সদস্যদের যাবতীয় দেনা-পাওনার হিসাব, মানি রিসিপ্ট সদস্যদের ইমেইলে স্বয়ংক্রিয়ভাবে প্রেরণ, প্রতিদিনের বাজারের হিসাব ইত্যাদি এই ওয়েব এপ্লিকেশনের মাধ্যমে পারিচালিত হবে। উপাচার্য মহোদয় ব্যবস্থাপনা সফটওয়্যারটির প্রশংসা করেন এবং অন্যান্য হলেও এই অনলাইন ব্যবস্থাপনা সফটওয়্যারের ব্যবহার নিশ্চিত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও উপাচার্য মহোদয় রসনা এবং ক্যান্টিন রুচিরা ঘুরে দেখেন এবং খাবারের মান ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
অনলাইন ব্যবস্থাপনা সফটওয়্যারটি রসনার সার্বিক মান উন্নয়ন ও হিসাব পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অধ্যক্ষ মহোদয় আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি সফটওয়্যারটির ডেভেলপার ফজলুল হক মুসলিম হলের ছাত্র রায়হানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।