গত ২২-০২-২০২৫ (শনিবার) শিল্পকলার ইতিহাস বিভাগে সকাল ১০ টায় "শিল্পকলার ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশন" (DUHAAA) এর ১ম কার্যনির্বাহী সভা এবং বেলা ১২ টায় ২য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন "শিল্পকলার ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশন" (DUHAAA) এর কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব রফিকুল আলম। এছাড়াও উল্লিখিত সভায় উপস্থিত ছিলেন জনাব সাবরিনা শাহনাজ (সাধারণ সম্পাদক, DUHAAA) এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থীগন।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে সভা সম্পন্ন হয়।