জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে চারুকলা অনুষদে অনুষ্ঠিত হলো “জুলাই গণঅভ্যুত্থান: শোক ও বিজয়” শীর্ষক সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনী ২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল।
প্রদর্শনীর কিউরেটর ছিলেন ড. শেখ মনির উদ্দিন, সহযোগী অধ্যাপক, শিল্পকলার ইতিহাস বিভাগ, ঢাবি । কো-কিউরেটর হিসেবে ভূমিকা পালন করেন সঞ্জয় কুমার দে, সহকারী অধ্যাপক, শিল্পকলার ইতিহাস বিভাগ চারুকলা অনুষদ, ঢাবি।
চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শনীটি ২২ জুলাই হতে ২৫ জুলাই ২০২৫ পর্যন্ত চলবে।