০১। প্রোগ্রামটি ০৬ মাস করে ৩টি সেমিস্টারে মোট ১৮ মাস মেয়াদী। প্রতি সেমিস্টার শেষে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
০২। ভর্তির যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রী। সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোন পরীক্ষায় ৩য় শ্রেণি এবং গ্রেডিং প্রদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ২.৫-এর নিচে আবেদন গ্রহণযোগ্য হবে না।
০৩। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার ক্লাস অনুষ্ঠিত হবে।
০৪। কোর্স ফি সর্বমোট ১০০,০০০/- (এক লক্ষ) টাকা।
ক. ভর্তির সময় রেজিস্ট্রেশন ও প্রথম সেমিস্টার ফি বাবদ = ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা।
খ. ২য় সেমিস্টারে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার), ৩য় সেমিস্টারে ৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার)= ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।
০৫। সেমিস্টার পরীক্ষার ফি সর্বমোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা। প্রতি সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় উক্ত সেমিস্টারের পরীক্ষার ফি প্রদান করতে হবে।