Course Credit:
4
বাংলা বাংলাদেশের জাতীয় ভাষা। এ দেশের প্রত্যেক নাগরিকের বাংলা ভাষায় সম্যক জ্ঞান থাকা বাঞ্ছনীয়। এ উদ্দেশ্যে সংস্কৃত বিভাগের কারিকুলামে বাংলা ভাষা বিষয়ক একটি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত বাংলা ভাষা ও সাহিত্য এ কোর্সের আলোচ্য বিষয়। বাংলা ভাষা ও তার উপাদান পরিচিতি, বাংলা ভাষার শব্দ, ভাষারীতি, বাক্য, বাংলা বানানের নিয়ম, বাগ্ধারা, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, একই শব্দের ভিন্নার্থক ব্যবহার, বাক্য সংকোচন, বিশিষ্টার্থক বাক্যাংশের ব্যবহার প্রভৃতি ব্যাকরণের এ সকল বিষয় আলোচিত হবে। সাহিত্যের সংজ্ঞা এবং সাহিত্যের বিভিন্ন রূপ যেমন: কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, নাটক, ভ্রমণকাহিনি, রম্যরচনা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হবে। বাংলা কবিতার ছন্দ ও তার শ্রেনিবিভাগ সম্পর্কে আলোচনা করা হবে। সাহিত্য অংশে নির্বাচিত কয়েকটি কবিতা, গল্প ও প্রবন্ধ রয়েছে। নির্বাচিত কবিতাগুলি হলো: শবরপাদ: চর্যাপদ (উঞ্চা উঞ্চা পাবত...), বড়ু চণ্ডীদাস: শ্রীকৃষ্ণকীর্তন (বংশীখণ্ড: কে না বাঁশী বাএ বড়াঢি), চণ্ডীদাস: সই, কেবা শুনাইল শ্যাম নাম, আলাওল: পদ্মাবতীর রূপ বর্ণনা (পদ্মাবতীরূপ... মরণ যাচক পর্যন্ত), ভারতচন্দ্র রায় গুণাকর: অন্নদার ভবানন্দভবনে যাত্রা, মাইকেল মধুসূদন দত্ত: মেঘনাদবধ কাব্য (১ম সর্গ: ‘সম্মুখ সমরে পড়ি’ থেকে ‘কার রে বাসনা বাস করিতে আঁধারে’ পর্যন্ত), রবীন্দ্রনাথ ঠাকুর: মেঘদূত, কাজী নজরুল ইসলাম: বিদ্রোহী, জীবনানন্দ দাশ: বনলতা সেন, শামসুর রাহমান: কী এক তৃষ্ণায় জ্বলে। নির্বাচিত গল্পগুলি হলো: রবীন্দ্রনাথ ঠাকুর: ক্ষুধিত পাষাণ, মানিক বন্দ্যোপাধ্যায়: ছোট বকুলপুরের যাত্রী, সৈয়দ মুজতবা আলী: পাদটীকা, শওকত আলী: কপিলদাশ মুর্মুর শেষ কাজ। নির্বাচিত প্রবন্ধগুলি হলো: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: শকুন্তলা, মিরন্দা ও দেসইদমোনা, হরপ্রসাদ শাস্ত্রী: মনুষ্য জীবনের উদ্দেশ্য, রবীন্দ্রনাথ ঠাকুর: কাব্যের উপেক্ষিতা, মোতাহের হোসেন চৌধূরী: সংস্কৃতি কথা।