ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিং-এ বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সপ্তাহে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে। প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। (ক) ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কসোভোর প্রিশটিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কর্মসূচি গ্রহণের বিষয়ে উপাচার্যের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কসোভো’র রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কসোভোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং এবিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও আলোচনা হয়।
(খ) উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রদূত সামাজিক বিজ্ঞান ভবনস্থ অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘‘দ্য রিপাবলিক অব কসোভো টুওয়ার্ডস ইউরো-আটলান্টিক ইন্টিগ্রেশন: রিলেশনস উইথ বাংলাদেশ, এশিয়া, অ্যান্ড দ্য প্রসপেক্টস ফর কো-অপারেশন উইথ বাংলাদেশ” শীর্ষক এক বিশেষ বক্তৃতা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এই অনুষ্ঠান আয়োজন করে।
রাষ্ট্রদূত মি. লুলযিম প্লানা তাঁর বক্তৃতায় বলেন, ‘বাংলাদেশ এবং কসোভোর মধ্যে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তি দু’দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। এছাড়া, বাণিজ্য ও দু’দেশের জনগণের মধ্যে সংযোগ স্থাপনের জন্য শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ে যৌথ সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বৈত কর পরিহারের ব্যাপারে আরও চুক্তি স্বাক্ষরের বিষয়টি আলোচনাধীন রয়েছে। তিনি আরও বলেন, ‘কসোভোর কূটনৈতিক একাডেমি জুনিয়র বাংলাদেশী কূটনীতিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে’। এছাড়া, বাংলাদেশী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য কসোভো স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে।
২। (ক) ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের বিষয়ে উপাচার্যের সঙ্গে ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স-এর আলোচনা হয়েছে। এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উপস্থিত ছিলেন।
(খ) সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে “Making Friends and Staying Relevant: Singapore’s Foreign Policy Explained” শীর্ষক একটি বিশেষ বক্তৃতা প্রদান করেন।
চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি তাঁর বক্তৃতায় সিঙ্গাপুরের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তাদের বৈদেশিক নীতি ও কূটনৈতিক কৌশলসমূহ তুলে ধরে বলেন, সিঙ্গাপুর বিশ্ব রাজনীতি, বৈশ্বিক অর্থনীতি ও বৈশ্বিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। সিঙ্গাপুরের এই সফলতার পেছনে রয়েছে প্রাণবন্ত অর্থনীতি, শক্তিশালী প্রতিরক্ষা, সামাজিক স্থিতিশীলতা ও সংহতি, বৈশ্বিক বন্ধুত্বপূর্ণ মনোভাব, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন এবং বিশ্বাসযোগ্য ও সামঞ্জস্যপূর্ণ অংশীদারিত্বের নীতি। শিক্ষা, গবেষণা, অর্থনীতি, বাণিজ্যসহ দ্বিপাক্ষিক সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশ এবং সিঙ্গাপুর একযোগে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে নাটমণ্ডল মিলনায়তনে “Sufi Philosophy and Cultural Practices for Perfected Humanity” শীর্ষক দু’দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে এই কনফারেন্স উদ্বোধন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী এই সম্মেলনের ১৩টি সেশনে সুফিজমকে উপজীব্য করে দেশ-বিদেশের বরেণ্য নাট্যগবেষক ও শিক্ষকবৃন্দ প্রায় ৩০টি প্রবন্ধ উপস্থাপন করেন।
৪। ‘ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডে’ উদযাপন উপলক্ষ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ে অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘চীনা কবিতা আবৃতি প্রতিযোগিতায়’ অংশ নেন। এছাড়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৫। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)-এর বৈশাখী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
৬। শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা প্রদানের লক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব ছাত্র-শিক্ষক কেন্দ্রে দিনব্যাপী ‘স্টাডি অ্যাব্রোড এক্সপো ৭.০’-এর আয়োজন করে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে এই এক্সপো’র উদ্বোধন করেন। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন স্টলে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ব্যক্তিগত পরামর্শ, স্কলারশিপ মূল্যায়ন, অ্যাপ্লিকেশন সহায়তা ও ভিসা প্রক্রিয়াকরণসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সহায়তা প্রদান করেন। এছাড়া, শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং ক্যারিয়ার প্ল্যান নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
৭। পরিসংখ্যান বিভাগের ‘ফ্লোর বর্ধিতকরণ প্রকল্পে’ আল আরাফা ব্যাংক লিমিটেড-এর পক্ষ থেকে উপাচার্যের নিকট ১০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান, আল আরাফা ব্যাংকের ভারপ্রাপ্ত এমডিসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে পান্ডুলিপি বিষয়ক ৩-দিনব্যাপী এক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপাচার্য গ্রন্থাগারের ই-জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা ও সেমিনারের উদ্বোধন করেন। এই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
৯। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূূমিকা, শিক্ষার্থীদের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা প্রদান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ে উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ান নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) এর দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালকের আলোচনা হয়েছে।
১০। জাপান সায়েন্স এন্ড টেকনোলজি এজেন্সি (জেএসটি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)‘র অর্থায়নে ঢাকা মেট্রোপলিটন এলাকায় পানির গুনগত মান তদারকি এবং বিশুদ্ধকরণ টেকনোলজি নিয়ে শিগগিরই একটি প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। এই প্রজেক্টের মেয়াদ পাঁচ বছর। প্রায় ৫০০ মিলিয়ন ইয়েনের (জাপানি মুদ্রা) প্রজেক্টটি ২০২৬ সালের এপ্রিল থেকে শুরু হয়ে ২০৩১ সালের মার্চ পর্যন্ত চলবে। ২০২৫ সালের মে মাস থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রজেক্টটি প্রবেশনারি পিরিয়ড হিসেবে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের এহিম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর, জাপানের সিজুকা বিশ্ববিদ্যালয়, ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজিস প্রজেক্টটি বাস্তবায়ন করবে। এই প্রজেক্টকে সামনে রেখে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে ‘সায়েন্স এন্ড টেকনোলজি রিসার্চ পার্টনারশিপ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। উপাচার্য এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১১। সিরাজুল ইসলাম লেকচার হলে ‘তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালীকরণ এবং তামাকমুক্ত জাতি গঠনে যুব সমাজের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
১২। (ক) বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার কাজে অংশগ্রহণ করা চারুকলা অনুষদের অ্যালামনাই ও বিশিষ্ট শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়ার প্রতিবাদে অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ জয়নুল গ্যালারি প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এছাড়া, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়ি পরিদর্শন করেন।
(খ) শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং চারুকলা অনুষদের পক্ষ থেকে পৃথকভাবে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। মরহুমার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হলে উপাচার্য, প্রো-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ এবং অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, শিল্পীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
১৩। রোকেয়া হলের ডাইনিং-এ নতুন ফ্যান সংযোগ, ছাত্রীদের জন্য পানির ফিল্টার মেরামতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
১৪। শিক্ষার্থীদের দক্ষ প্রেজেন্টার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অণুজীব বিজ্ঞান বিভাগ অধ্যাপক ড. আনওয়ারুল আজীম চৌধুরী লেকচার গ্যালারিতে ‘Presentation skill development of the students’ শীর্ষক এক সেমিনার আয়োজন করে। এছাড়া, অধ্যাপক ড. আনওয়ারুল আজীম চৌধুরীর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভাগে একটি স্মরণ সভার আয়োজন করা হয়।
১৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ৮ম আন্তঃহল কারাতে প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল চ্যাম্পিয়ন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল রানার্স আপ হয়েছে। এই প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে কবি সুফিয়া কামাল হল চ্যাম্পিয়ন এবং রোকেয়া হল রানার্স আপ হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ২টি স্বর্ণ ও ১টি তাম্র্র জিতে মোট ১১ পয়েন্ট অর্জন করে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ২টি স্বর্ণ জিতে ১০ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়। কবি সুফিয়া কামাল হল ৩টি স্বর্ণ ও ১টি তাম্র্র জিতে ১৬ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়। রোকেয়া হল ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য জিতে ৮ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়।
১৬। যৌথ শিক্ষা-গবেষণা কার্যক্রম চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ) এর মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ইন্টারন্যাশনাল আইডিইএ‘র দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। এই সমঝোতা স্মারকের আওতায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, গণতান্ত্রিক কাঠামোকে সংজ্ঞায়িতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল আইডিইএ যৌথভাবে কাজ করবে। এছাড়া, এই দুই প্রতিষ্ঠান টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণ ও তরুণীদের সম্পৃক্ততাকে উৎসাহ প্রদান এবং গণতান্ত্রিক সংস্কারে তাদের প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য কাজ করবে। এছাড়া ইয়ুথ ডেমোক্রেসি একাডেমির মাধ্যমে গণতন্ত্র বিষয়ক শিক্ষা ও গবেষণার উন্নয়নে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে।
০১/০৫/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়