১১ নভেম্বর, সকাল ১১:৩০ মিনিট, ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS)-এর নির্বাহী কমিটির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আশফাক হোসেন এবং সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশ।
সাক্ষাৎকালে সেন্টারের পক্ষ থেকে মাননীয় উপাচার্যের হাতে সম্প্রতি প্রকাশিত CARASS-এর গবেষণা ও প্রকাশনা সংক্রান্ত গ্রন্থসমূহ তুলে দেওয়া হয়। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সেন্টারের প্রকাশনা উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও আন্তঃবিষয়ক গবেষণার মাধ্যমে একাডেমিক উৎকর্ষ সাধনের আহ্বান জানান।