ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (কারাস) গত তিন বছরে ‘গবেষণা নির্ঘণ্ট কোষ’ (২ খণ্ড), ‘মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী’ এবং সম্প্রতি ‘ভাষা আন্দোলন : ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করেছে। আজ ১৭ নভেম্বর ২০২৫, সোমবার কারাস ভবনে প্রকাশিত হয়েছে এই ধারাবাহিকের নতুন গ্রন্থ ‘ভাষা আন্দোলন : ইতিহাস ও উত্তরাধিকার’—যার সম্পাদক অধ্যাপক ড. আশফাক হোসেন (পরিচালক, কারাস) এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, যিনি বইটির মোড়ক উন্মোচন করেন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে অধ্যাপক ড. আশফাক হোসেন এবং অধ্যাপক ড. মোহাম্মদ আজম বক্তব্য দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রের সিনিয়র রিসার্চ ফেলো কাজী সামিও শীশ।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার অন্যতম প্রধান পরিচায়ক, এবং এর একটি নির্মোহ ও বহুমাত্রিক বিশ্লেষণ আজ অত্যন্ত প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে এই গ্রন্থে ভাষা আন্দোলনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হয়েছে এবং সম্পাদকদের অভিনন্দন জানান। লেখাগুলোর বৈচিত্র্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গ্রন্থটির সারমর্ম সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে।