“সংবিধান প্রণয়নে জনঅংশগ্রহণ: অন্তর্ভুক্তিমূলক-গনতান্ত্রিক রাষ্ট বিনির্মাণের সংগ্রাম” —এই প্রেরণাদায়ী স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো পঞ্চম আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব ২০২৪ এর সমাপনী অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি মজুমদার অডিটোরিয়াম এ আয়োজিত এই উৎসবটি আয়োজন করে ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব (WRDC)।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.এফ.হাসান আরিফ মাননীয় উপদেষ্টা, ভূমি মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাশেদ রাহম, আইনের ইতিহাস গবেষক ও জনাব মোঃ মিরাজ মিয়া সদস্য, জাতীয় নাগরিক কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান , ডীন, কলা অনুষদ , ঢাকা বিশ্ববিদ্যালয়। ও জনাব সাইফুদ্দীন আহমেদ, প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, পরিচালক, সেন্টার ফর ইন্টাররিলিজিয়াস এন্ড ইন্টারকালচারাল ডায়লগ, ঢা:বি। অধ্যাপক ড. মো.অবু সায়েম, চেয়ারম্যান, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ। সহযোগী অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মাহমুদ,বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ।