পবিত্র ঈদে মিলাদুন্নুবী উপলক্ষে ঢা: বি: আন্তঃধর্মীয় ও আন্তঃ সাংস্কৃতিক সংলাপ কেন্দ্র ও বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের উদ্যোগে "বৈষম্যহীন সমাজ গঠনে হযরত মুহাম্মদ (সা:) এর শিক্ষা" শীর্ষক একটি বিশেষ সেমিনার ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি মজুমদার আর্টস অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন কলা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। কিন্তু অনিবার্য কারণবশত আসতে পারেনি। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা মুহিবুল্লাহ আল বাকী আন নদভী, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা। আরো আলোচনায় অংশগ্রহণ করেছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইবনে হোসাইন , ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢা: বি: এবং ড. মুহা: আব্দুল্লাহ আল মাহমুদ, সহযোগী অধ্যাপক, বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ও বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম। স্বাগত ভাষণ প্রদান করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আবু সায়েম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃধর্মীয় ও আন্তঃ সাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ । আরো উপস্থিত ছিলেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।