ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে ১২.১.২০২৩ তারিখ, বৃহস্পতিবার সকাল দশটায় আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদ ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ড. সুফিয়া আহমেদ বিভাগের খ্যাতিমান প্রয়াত শিক্ষক এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম সৈনিকও বটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিভাগের শিক্ষক ও কলা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির।
দাতা প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকেন ড. সুফিয়া আহমেদ-এর সুযোগ্য সন্তানদ্বয় মাননীয় বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ও ইউরোপে কর্মরত ডা. তাসনিম রায়না ফাতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. মোঃ মোশাররফ হোসাইন ভূঁইয়া।