গতকাল (২রা মার্চ, ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত “আমেরিকায় ইসলাম: ইতিহাস, সমস্যা ও সম্ভাবনা” বিষয়ক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যপক
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা প্রফেসর হাবীবা খাতুন, প্রাক্তন উপাচার্য প্রফেসর আখতারুজ্জামান, কলা অনুষদের বর্তমান ডীন প্রফেসর সিদ্দিকুর রহমান, বিভাগের অবসরপ্রাপ্ত স্বনামধন্য শিক্ষক প্রফেসর মুহাম্মদ ইব্রাহীম, প্রফেসর নাজমা খান মজলিশ, পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর আব্দুস সাত্তার, ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত একজন অধ্যাপকসহ বেশ কয়েকজন বিশিষ্ট অধ্যাপক ও উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী এই সেমিনারে অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর আতাউর রহমান বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মুহাম্মদ ওমর ফারুক।