ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ৫০বছর পূর্তি উপলক্ষ্যে মার্কেটিং বিভাগ ও মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে 'একাডেমিক সিম্পোজিয়াম' আজ ০৯ ডিসেম্বর ২০২৪ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ড. আহসান এইচ মনসুর অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সৈয়দ আলমগীর ভাইস প্রেসিডেন্ট মার্কের্টার্স ইনস্টিটিউট বাংলাদেশ সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অধ্যাপক ড. রাফিউদ্দিন আহমেদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. রিদওয়ানুল হক ও বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।