গত ১২-২০ জুলাই ২০২৩ পর্যন্ত নৃত্যকলা বিভাগ কর্তৃক আয়োজিত ১ম আন্তর্জাতিক নৃত্য বিষয়ক কর্মশালা ও ১ম আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০২৩ উদযাপন করা হয়। ভারত থেকে আগত তিনজন নৃত্যগুরু শ্রী সন্দীপ মল্লিক (কথক), শ্রীমতি বিম্বাবতী দেবী (মনিপুরী) ও শ্রী উত্তীয় বড়ুয়া (ভরতনাট্যম) ০৯ দিনব্যাপী নৃত্য বিষয়ক কর্মশালার মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের নৃত্য প্রশিক্ষণ প্রদান করেন। তাদের সাথে সঙ্গতকার হিসেবে ছিলেন অরিন্দম ভট্টাচার্য্য (কন্ঠশিল্পী), সুবীর ঠাকুর (তবলা), সুনন্দ মুখোপাধ্যায় (সরোদ)। ২০ জুলাই ২০২৩ তারিখ ১ম আন্তর্জাতিক নৃত্য উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কলা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির উপস্থিত ছিলেন। এছাড়াও ভারতীয় হাই কমিশন, ঢাকা এর মাননীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এবং নৃত্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন অধ্যাপক ড. রেজওয়ানা চৌধুরী উক্ত অনুষ্ঠানের সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতীয় নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করেন এবং নৃত্যকলা বিভাগের সকল শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। উৎসবে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের উল্লেখযোগ্য নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক তামান্না রহমান, সহকারী অধ্যাপক এগনেস র্যাচেল প্যারিস, প্রভাষক দীপা সরকার ও প্রভাষক ওয়ার্দা রিহাব নৃত্য পরিচালনা ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের চেয়ারপার্সন ও সহকারী অধ্যাপক মনিরা পারভীন।