গত ১৬ অক্টোবর ২০২৫ (৩১ আশ্বিন ১৪৩২), বৃহস্পতিবার, বিকাল ৩.০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চারুকলা অনুষদের তত্ত্বাবধানে আয়োজিত শরৎ উৎসব-১৪৩২ অনুষ্ঠানে নৃত্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ ও নৃত্য পরিবেশন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ও ডাকসু’র সহযোগিতায় অনুষ্ঠিত উক্ত উৎসবের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইডডি; কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সম্মানিত ডিন ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের নৃত্য পর্বে নৃত্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ নৃত্য পরিবেশন করেন। নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারপার্সন তামান্না রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এবং বিভাগের শিক্ষকবৃন্দের নৃত্যপরিচালনায় ‘আজ শরতে অলোর বাঁশি বাজলো’ ‘তোমার মোহন রূপে’ ‘দেখ দেখ শুকতারা আঁখি মেলে চায়’ ’শরতে আজ কোন অতিথী’ ’বিশ্ববীণা রবে’ ইত্যাদি গান সহযোগে নৃত্য পরিবেশিত হয়।