ঢাকা বিশ্ববিদ্যালেয়ের কলা অনুষদ কর্তৃক ডিনস অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে নৃত্যকলা বিভাগের অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন। গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কলা অনুষদ কর্তৃক আয়োজিত উক্ত ডিনস অওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে নৃত্যকলা বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) এবং অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি, মাননীয় কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বি.এ. (সম্মান) এবং এম. এ. পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে Dean's Merit List of Excellence, Dean's Merit List of Honour & Dean's Merit List of Academic Recognition- এই তিনটি ক্যাটাগরিত নৃত্যকলা বিভাগের মোট ০৫ জন শিক্ষার্থী উক্ত অ্যাওয়ার্ড প্রাপ্ত হন।