গত ২৭.০১.২০২৫ তারিখ বিসিএস পরীক্ষায় ‘কালচারাল অ্যাফেয়ার্স’ ক্যাডার অন্তর্ভুক্তকরণের বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর চেয়ারম্যান বরাবর আবেদন প্রদান করা হয়। এ বিষয়ে আলোচনার জন্য নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন জনাব তামান্না রহমান, সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন জনাব কাজী তামান্না হক সিগমা এবং থিয়েটার এন্ড পাফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর চেয়ারম্যান মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, বিসিএস পরীক্ষায় বিভিন্নরকম ক্যাডার অন্তর্ভুক্ত থাকলেও ‘কালচারাল অ্যাফেয়ার্স’ নামক কোনো ক্যাডার না থাকায় এতদসংশ্লিষ্ট বিভাগসমূহ থেকে উচ্চশিক্ষা গ্রহণকারী অনেক শিক্ষার্থীই চাকুরীক্ষেত্রে নানাভাবে বঞ্চিত। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ক্যাডার সার্ভিসে ‘কালচারাল অ্যাফেয়ার্স’ নামে কোন ক্যাডার না থাকায় উল্লেখিত তিনটি বিভাগের শিক্ষার্থীদের অনুরোধ এবং চাকুরী ক্ষেত্রে এর বিশেষ প্রয়োজনীয়তার প্রেক্ষিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।