অগ্নিঝরা জুলাই গণ-অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ আয়োজিত "জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে" শীর্ষক একটি আলোচনা সভা গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২ঃ৩০টায় মোকাররম হোসেন খোন্দকার বিজ্ঞান ভবনের ৪০০ নং কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিজ্ঞান অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রক্টর জনাব সাইফুদ্দিন আহমদ। আলোচনা সভাটির সভাপতিত্ব করেন বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা বেগম, যেখানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাটি শুরু হয় সভাপতির সূচনা বক্তব্য দিয়ে, যার পরপর জুলাই আন্দোলনে নিহত শহীদ ও আহতদের জন্য মোনাজাত করান বিভাগীয় অধ্যাপক ড. মোঃ এমরান কাইয়ুম। অতিথি ও শিক্ষকবৃন্দের পাশাপাশি প্রতিটি ব্যাচ থেকে শিক্ষার্থীরাও বক্তব্য রাখে। জুলাই আন্দোলনে আহত রসায়ন বিভাগের ৩ জন শিক্ষার্থী- আরিফুল ইসলাম (২০১৮-১৯ সেশন, ৯৮তম ব্যাচ), শেখ মেহেদী হাসান (২০২০-২১ সেশন, ১০০তম ব্যাচ), মো: রুবায়েত তালুকদার (২০২০-২১ সেশন, ১০০তম ব্যাচ)-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়, এবং পরবর্তীতে তাদের জুলাই ২৪-এর স্মৃতিচারণের মাধ্যমে সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভার শেষ দিকে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিভাগের শিক্ষার্থীদের তৈরি একটি চমৎকার ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। সবশেষে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীকে ধন্যবাদ প্রদানের মাধ্যমে আলোচনা সভাটির সমাপ্তি করা হয়।