ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিমিনোলজি বিভাগের ‘প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস’ প্রোগ্রামের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি সভা ২৪ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের পরিচালক এ বি এম নাজমুস সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের চেয়ারপার্সন শাহারিয়া আফরিন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগের প্রভাষক ফাবিহা মাহবুব।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষার্থীদের স্বাগত জানান। তিনি বলেন, ক্রিমিনোলজি বিভাগ খুব বেশি পুরাতন না হলেও সমাজে এর প্রয়োজনীয়তা ও প্রভাব লক্ষণীয়। বিভিন্ন পেশার মানুষ প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তির মাধ্যমে ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন শ্রেণির পেশাজীবী ও সমাজের মেলবন্ধন সৃষ্টি হচ্ছে। ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস বিষয়ক শিক্ষা ও গবেষণাকে শুধু তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানোর উপর তিনি গুরুত্বারোপ করেন।