ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীবৃন্দকে বিভাগের পক্ষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে বিভাগের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য আগামী ১৪ জুলাই ২০২৫ ইং তারিখ সোমবার সকাল ১০.৩০ ঘটিকায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ২য় তলায় 'মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে' এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সকল শিক্ষার্থীকে উক্ত দিন সকাল ১০.০০ ঘটিকায় মিলনায়তনে উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ওরিয়েন্টেশন প্রোগ্রামের শুরুতেই বিভাগের সকল শিক্ষকদের সাথে পরিচয় ও মত বিনিময়, অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের মূল্যবান বক্তব্য ও দিক নির্দেশনা, ভিডিও চিত্র প্রর্দশনী এবং বিভাগ সম্পর্কে বর্তমানে অধ্যয়নরত এবং নবীন শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ সহ আরো নানা আয়োজন। ওরিয়েন্টেশনের দ্বিতীয় অংশে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের সেবার সাথে পরিচয় করিয়ে দেয়া হবে। এই সব দপ্তরের মধ্যে রয়েছে মেডিকেল সেন্টার, শারীরিক শিক্ষা কেন্দ্র ও কেন্দ্রীয় লাইব্রেরী। শিক্ষার্থীদেরকে এই সব দপ্তর থেকে সেবা গ্রহণের পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও এতিহ্য সম্পর্কে অবগত করা হয়।
ক্রিমিনোলজি বিভাগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীবৃন্দকে উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ এবং বিভাগে তাদের যাত্রাকে স্মরণীয় করে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।