ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৪-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২ নভেম্বর ২০২৫ রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী (পিএইচডি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পাচার্য- তনয় প্রকৌশলী ময়নুল আবেদিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ (পিএইচডি) ও প্রদর্শনীর নির্বাচকমণ্ডলীর প্রধান অধ্যাপক লালা রুখ সেলিম। বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৪ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাসিমা হক মিতু (পি এইচডি) স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান জনাব নাসিমুল খবির।
এবারের প্রদর্শনীটি সম্প্রতি প্রয়াত বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর ও ভাস্কর্য বিভাগের অনারারি অধ্যাপক হামিদুজ্জামান খানের স্মরণে উৎসর্গীকৃত। প্রদর্শনীতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমএফএ ও বিএফএ প্রোগ্রামের ছয়টি ব্যাচের ৪৩ জন শিক্ষার্থীর মোট ৭১টি নির্বাচিত শিল্পকর্ম উপস্থাপিত হয়েছে।
এ বছর অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কারসহ মোট ৬টি পুরস্কার প্রদান করা হয়। বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৪ বাস্তবায়ন কমিটির সদস্য অধ্যাপক এ এ এম কাওসার হাসান পুরস্কার ঘোষণা করেন। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন এমএফএ ১ম পর্বের সুপ্রিয় কুমার ঘোষ, মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন বিএফএ ৪র্থ বর্ষের সুমিত রায়, ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার পেয়েছেন এমএফএ ১ম পর্বের অলি মিয়া, অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার পেয়েছেন বিএফএ ৪র্থ বর্ষের চিন্ময় ঘোষ, অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার পেয়েছেন বিএফএ ৩য় বর্ষের মৃধা মোঃ রাইয়ান আজিম এবং শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার পেয়েছেন বিএফএ ৩য় বর্ষের প্রত্যয় সাহা। পুরস্কার বিতরণ শেষে অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন।
প্রদর্শনী জয়নুল গ্যালারিতে ২ থেকে ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।