প্রতিবছর ১০ ই অক্টোবর পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস । প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে যাচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও ভাল থাকাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’।
বিগত বছরগুলোর ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় নানা আয়োজনে দিবসটি পালন করতে যাচ্ছে। ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এবং এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সার্বিক পরিচালনায় দিনব্যাপী আয়োজন শুরু হবে সচেতনতামূলক র্যালির মাধ্যমে। সকাল ১০ টায় র্যালির উদ্বোধন করবেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির পায়রা চত্বরে থাকবে মূল স্টল। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ,ইন্সটিটিউট সহ দেশের বিভিন্ন সরকারী-বেসরকারী সংঘটন, মানসিক স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-ককর্মচারীরা উপস্থিত ছিলেন।