ঢাকা বিশ্ববিদ্যালয়র ভূগোল ও পরিবেশ বিভাগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম গত ১৬ আগস্ট ২০২৩ তারিখ রোজ বুধবার বিভাগের আর আই খান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ুর পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন, বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব জনাব সাইখ সিরাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের এলুমনাই এসোসিয়েশনের সভাপতি মেজবাউর রহমান টিপু, বাংলাদেশ ভূগোল পরিষদের সভাপতি অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলুমনাই এসোসিয়েশনের উপদেষ্টা এ কে ডি দিন মোহাম্মদ খান সহ বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
অতিথিদের আসন গ্রহণের পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর নবীন-শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার। প্রোগ্রামে ভূগোল ও পরিবেশ বিভাগের পরিচিতি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন বিভাগের প্রভাষক ও ছাত্র-উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস। উক্ত প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে ২ জন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং তাদের উদ্দেশ্যে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন দিক নিদের্শনামূলক বিষয় আলোকপাত করেন।