ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১লা জুলাই ২০২৫: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে প্রফেশনাল মাস্টার্স কোর্সের কো-অর্ডিনেটর কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। অদ্য ১লা জুলাই ২০২৫ তারিখে (মঙ্গলবার) বিকাল ৩:০০টায় বিভাগের ২২৩ নং সভাকক্ষে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিদায়ী কমিটি তাদের সফল মেয়াদকালে প্রাপ্ত সকলের সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।একই সাথে, বিদায়ী কমিটি নবগঠিত কমিটিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন।
নবগঠিত কমিটি বিদায়ী কমিটির ভূয়সী প্রশংসা করেন এবং বিদায়ী কমিটির প্রজ্ঞা, পরিশ্রম এবং সফলতার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ প্রকাশ করেন। তাঁদের প্রতিষ্ঠিত মানদণ্ড অনুসরণ করে প্রোগ্রাম-কে আরও সমৃদ্ধ করার চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন কমিটি তাঁদের দায়িত্ব সফলভাবে পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় কোর্সটিকে আরও সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে বিভাগীয় চেয়ারম্যান উভয় কমিটিকে অভিনন্দন জানান। তিনি তাঁর বক্তব্যে আশ্বাস দেন যে, বিভাগীয় চেয়ারম্যান হিসেবে তিনি প্রফেশনাল মাস্টার্স কোর্সের সার্বিক সাফল্যে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।