৫ নভেম্বর ২০২৫
গত ৪ নভেম্বর ২০২৫ তারিখ রোজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পালিত হল ঐতিহ্যবাহী হেমন্তক্রান্তি উৎসব। শীতের আগমনী বার্তা এবং হেমন্ত ঋতুর শেষ লগ্ন উদযাপনের জন্য ‘ভুগোলে হেমন্তক্রান্তি’ নামে পালিত এই উৎসবে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিভাগ চত্বরে সকাল ৯ ঘটিকায় ফিতা কেটে উদ্বোধন মাধ্যমে এই উৎসবের সূচনা হয় এবং চলে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিলো দেশীয় খাবার ও পিঠার স্টল প্রদর্শন, ফটো কনটেস্ট, দেয়ালিকা প্রদর্শন, সেমিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ সফি উল্যাহ এবং সার্বিক সঞ্চালন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম।
ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করার মাধ্যমে উৎসব অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।