বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে “চিঠি ও পিঠা উৎসব ১৪৩০” উদযাপিত হয়। ৬ ডিসেম্বর ২০২৩ তারিখ রোজ বুধবার বিভাগে এই উৎসব উদযাপিত হয়। অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল পিঠা উৎসব, চিঠি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ৯ টা ৩০ মিনিটে বিভাগের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পিঠা উৎসবের উদ্বোধন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের সন্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম। এসময় উপস্থিত সবাই ছাত্রছাত্রী কর্তৃক সাজানো পিঠার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন ধরণের পিঠা ক্রয় করেন।
সকাল ১১ টায় বিভাগের বিভাগের চেয়ারম্যানের হাতে উদ্বোধনের মাধ্যেমে চিঠি বিতরণ অনুষ্ঠান শুরু হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী বিভাগের শিক্ষার্থীরা একে অপরের উদ্দ্যেশে চিঠি লিখে এবং সেগুলো পোস্ট-বক্সে সংগ্রহ করা হয়। পোস্ট-বক্স উদ্বোধনের পর সেগুলো সংশ্লিষ্ট প্রাপকের কাছে পৌঁছান হয়। চিঠি লিখনের উপর সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শেষ হয়।
চিঠি ও পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। তবে নগরায়ণ ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রভাবে আজ তা অনেকটাই বিলুপ্তির পথে। এক সময় বাঙালির যে কোনো উৎসব আনন্দে মিশে থাকতো রকমারি পিঠা এবং দূর দুরান্তে থাকা প্রিয়জনের সাথে যোগাযোগের একমাত্র বাহন ছিল চিঠি। আজ অনেকটাই হারাতে বসা এই বাঙালী সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে ভূগোল ও পরিবেশ বিভাগ এই উৎসবের আয়োজন করে।