জীব বিজ্ঞান অনুষদের ২০১৫- ২০১৬ শিক্ষাবর্ষে বি.এস. সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের আগামী ০৬ ডিসেম্বর, ২০১৭ তারিখ বেলা ১১ঃ০০ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
যে সকল ছাত্র- ছাত্রী ১ম বর্ষ বি.এস. সম্মান থেকে ৪র্থ বর্ষ বি.এস. সম্মান পর্যন্ত চুড়ান্ত পরীক্ষায় কোন কোর্সে মানোন্নয়ন ও পূনঃভর্তি ছাড়া কমপক্ষে ৩.৭৫ সজিপিএ অর্জন করেছেন এবং যাদের ৪র্থ বর্ষ পর্যন্ত প্রতিটি শিক্ষাবর্ষে ক্লাশে উপস্থিতির হার কমপক্ষে ৮০%, কেবলমাত্র সে সকল ছাত্র-ছাত্রীরাই ডিন পদকের জন্য মনোনীত হয়েছে। এ বছর জীববিজ্ঞান অনুষদের ১১টি বিভাগের মধ্য হতে মোট ৮১ জন ছাত্র-ছাত্রী এই পদক লাভ করেছে। উল্লেখ্য, ১৯৮৩-১৯৮৪ শিক্ষাবর্ষ হতে নিয়মিতভাবে ডিন পদক প্রদান শুরূ হয় । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ডিন্স পদক অনুষদের সব্বের্চ পদক। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিকট ডিন পদক একটি অত্যন্ত সম্মান জনক এবং গৌরবময় অর্জন।
এ বছর ডিন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান । এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. নাসরিন আহমাদ, প্রো-উপাচর্য ( শিক্ষা) ও অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
ধন্যবাদ
অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক
ডিন, জীববিজ্ঞান অনুষদ
ঢাকা বিশ্ববিদ্যাল