জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ২৩ মে ২০২৩ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হল প্রাঙ্গণে একটি ‘আকাশ নিম’ গাছের চারা রোপন করেন। এসময় অন্যান্যের মধ্যে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান এবং আরবরিকালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা উপস্থিত ছিলেন।
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়