গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ ইউনিভার্সিটি ল্যাবরেটরি (ইউল্যাব) স্কুল ও কলেজের একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণের কাজের উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ফলক উন্মোচন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম এবং সরকারের অতিরিক্ত সচিব ও ইউলেসা’র সভাপতি নাইম আহমেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মিসেস সেলিনা বানু, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব অনুযায়ী সরকার শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব উপলব্ধি করে অর্থায়ন করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। ‘একটি জাতির সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পরিশীলিত মানুষ’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির কথাটি উল্লেখ করে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধাকে অপব্যবহার করা যাবে না। যে মেধা দেশের জন্য ক্ষতিকর সে মেধার প্রয়োজন নেই, মেধাকে পরিশীলিত করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা হচ্ছে নিজের জন্য। মন্যুষত্ববোধ থাকতে হবে। উপাচার্য শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেট অর্জন করা নয়, প্রকৃত শিক্ষা লাভ করে পরিপূর্ণ মানুষ হওয়ার আহŸান জানান।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ ইউনিভার্সিটি ল্যাবরেটরি (ইউল্যাব) স্কুল ও কলেজের একাডেমিক ভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণের কাজের উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৮ মে ২০১৭ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ফলক উন্মোচন করেন। ছবিতে উপাচার্যকে ভবনের ফলক উন্মোচন করতে দেখা যাচ্ছে।