ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট কূটনৈতিক এবং সাবেক পররাষ্ট্র সচিব ফারুক আহমদ চৌধুরী-এর মৃত্যুতে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ১৭ মে ২০১৭ বুধবার এক শোকবাণীতে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ফারুক আহমদ চৌধুরী অত্যন্ত সফল একজন কূটনৈতিক, লেখক এবং সৃজনশীল প্রতিভার মানুষ ছিলেন। তিনি বঙ্গবন্ধু অন্তপ্রাণ ছিলেন। মৃত্যুর কিছুদিন আগেও হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় তিনি লিখেছেন বঙ্গবন্ধুর উপর কবিতা। তাঁর কূটনৈতিক অবদান ও সাহিত্যকর্মের জন্য দেশবাসীর কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ফারুক আহমেদ চৌধুরী ১৯৩৪ সালে সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে লেখাপড়া করেন। ১৯৫৬ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন এবং অবসর জীবনের পূর্ব পর্যন্ত তিনি বিভিন্ন দেশের কূটনৈতিক, বাংলাদেশের পররাষ্ট্র সচিবসহ পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অবসরের পর ফারুক চৌধুরী বিভিন্ন সামাজিক কর্মকাÐের সাথে যুক্ত হন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও নিজের অভিজ্ঞতা নিয়ে কয়েকটি বইও লিখেছেন তিনি। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবনের বালুকাবেলায়’ ২০১৫ সালে বাংলা একাডেমি পুরস্কার পায়। তাঁর অন্যান্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘দেশ দেশান্তর’, ‘প্রিয় ফারজানা’, ‘নানাক্ষণ নানাকথা’, ‘স্বদেশ স্বকাল স্বজন’, ‘সময়ের আবর্তে’ ইত্যাদি।
উল্লেখ্য, ফারুক আহমদ চৌধুরী আজ ১৭ মে ২০১৭ বুধবার ভোর ৪টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
---------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়