ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সোসাইটি (ডিইউআরএস) আয়োজনে Research for a Better World প্রতিপাদ্য নিয়ে আজ ১৫ মে ২০১৭ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গবেষণা সংসদের সভাপতির সাইফুল্লা সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব উদ্দিন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল মান্নান, প্রধানমন্ত্রীর দফতরের এটুআই-এর গবেষণা বিশেষজ্ঞ মোস্তাফিজুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা সংসদের সাধারণ সম্পাদক আহমেদ রেজা।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গবেষণায় আগ্রহী নবীন শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, গবেষণার মাধ্যমে বিশ্বকে আরও উন্নত করা সম্ভব। আজকের ক্রমবর্ধমান এই বৈশ্বিক উন্নয়ন গবেষণার মাধ্যমেই সম্ভব হয়েছে। বিজ্ঞানের বিভিন্ন ধরনের আবিস্কার বা প্রযুক্তিগত উন্নয়ন, সবই গবেষণার ফসল। তাই নতুন প্রজন্মের মধ্যে শিশুসুলভ অনুসন্ধিৎসু মন নিয়ে গবেষণার আগ্রহ থাকা উচিৎ। পরিশেষে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষের পড়ালেখার পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার মানুষ হতে হবে, সোনার মানুষ হলো জ্ঞানী, বিচক্ষণ সর্বোপরি ভালো মানুষ।
-------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সোসাইটি (ডিইউআরএস) আয়োজনে Research for a Better World প্রতিপাদ্য নিয়ে আজ ১৫ মে ২০১৭ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবিতে উপাচার্যকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সোসাইটি (ডিইউআরএস) আয়োজনে Research for a Better World প্রতিপাদ্য নিয়ে আজ ১৫ মে ২০১৭ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।(ছবি: ঢাবি জনসংযোগ)