ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধান প্রকৌশলী অফিসের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো: মোক্তারুজ্জামান খান গতকাল ১৩ মে ২০১৭ শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মো: মোক্তারুজ্জামান খান -এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ১৪ মে ২০১৭ রবিবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, মো: মোক্তারুজ্জামান খান বিশ্ববিদ্যালয়ের একজন নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মো: মোক্তারুজ্জামান খান ১৯৬৭ সালের ১৫ সেপ্টেম্বর বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়