আজ ১৪ মে ২০১৭ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার কক্ষে “ISRT Golden Jubilee Award-2017” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ২জন শিক্ষার্থীকে এই স্বর্ণপদক দেওয়া হয়। স্বর্ণপদক প্রাপ্তরা হলেন মো. মাইনুল ইসলাম ও রওনক জাহান তামান্না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্বর্ণপদক প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, আজকে তথ্যপ্রযুক্তি আমাদের এমন একটি পর্যায়ে নিয়ে এসেছে, যাতে যে কোন পর্যায়ে আমাদের যোগাযোগ এবং কর্মক্ষমতা প্রদর্শন করা যেতে পারে। বিশেষত: পরিসংখ্যান গবেষণা ইনস্টিটিউটের তথ্য-প্রযুক্তি ব্যবস্থায় যে কোন গবেষণাগারের সাথে কিংবা অন্যান্য যে কোন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে প্রতিশ্রæতিবদ্ধ। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বে শিক্ষকরা গর্বিত হন। একটি দেশের সম্পদ পরিমাপ করা যায় সে দেশের তরুণ প্রজন্মের মেধা এবং প্রজ্ঞার মান বিচারের মাধ্যমে। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের তথ্য-প্রযুক্তির সুযোগ সুবিধা গ্রহণ করে জ্ঞান অর্জনে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আজ ১৪ মে ২০১৭ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার কক্ষে “ISRT Golden Jubilee Award-2017” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ২জন শিক্ষার্থীকে এই স্বর্ণপদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে অতিথিদের সাথে স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)