ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উদ্যোগে “পান্ডুলিপি” বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা আজ ১৪ মে ২০১৭ রবিবার সকালে গ্রন্থাগারের সাইবার সেন্টারে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।
ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান (পরিকল্পনা ও উন্নয়ন) সৈয়দা ফরিদা পারভীন। ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান সৈয়দ আলী আকবর।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর বক্তৃতায় বলেন, হাজার বছরের জ্ঞান সংরক্ষিত আছে পান্ডুলিপিতে। পান্ডুলিপির পাঠোদ্ধার করার জন্য দেশ-বিদেশের জ্ঞানপিপাসুরা এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে আসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষিত পান্ডুলিপিগুলো ডিজিটালাইজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু পান্ডুলিপি ডিজিটালাইজ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে। পান্ডুলিপিকে আমাদের জ্ঞানের ভান্ডার হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, তথ্য ও জ্ঞান যত বিতরণ করা হয় ততই এর কার্যকারিতা বাড়ে। জ্ঞান বিতরণে কারও জ্ঞান কমে না, বরঞ্চ মানুষ এতে প্রজ্ঞাবান হয়ে উঠে। উপাচার্য জানান, পান্ডুলিপিগুলো যাতে আমরা নিজেরা পাঠোদ্ধার করতে পারি এবং পৃথিবীর বিভিন্ন দেশের পÐিতরাও যেন তা পাঠ করতে পারেন সেজন্যে ভবিষ্যতে পÐুলিপিগুলো ওয়েবসাইটে প্রকাশ করার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। কর্মশালা চলবে ১৫ মে রবিবার থেকে ১৭ মে ২০১৭ বুধবার পর্যন্ত।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উদ্যোগে “পান্ডুলিপি” বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা আজ ১৪ মে ২০১৭ রবিবার সকালে গ্রন্থাগারের সাইবার সেন্টারে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)