গতকাল ১২ মে ২০১৭ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হলো ১২তম ‘নাফিয়া গাজী আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা’র সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বীরূপাক্ষ পাল। এতে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। প্রতিযোগিতার আয়োজনের সাথে যুক্ত ছিল দৈনিক প্রথম আলো।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বুদ্ধি ও যুক্তি ভিত্তিক সমাজ বিনির্মাণে বিতর্ক প্রতিযোগিতা সত্য সন্ধানের পথ নির্দেশ করে। একটা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে যুক্তি খÐন করে আমরা শেষ পর্যন্ত যে জায়গায় পৌঁছাই, সেটাই হচ্ছে সত্য ও বাস্তবতার জায়গা, যেখান থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারি। উপাচার্য শিক্ষার্থীদের যুক্তি ও সত্যনিষ্ঠার পথে অবিচল থেকে জ্ঞানার্জনের আহŸান জানান।
সংসদীয় বিতর্কের চূড়ান্ত পর্বের বিষয়বস্তু ছিল “এই সংসদ মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংস্কৃতি এলিটদের দখলে”। ‘সরকার দলে’ ছিল বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষার্থীদের দল এবং প্রতীকী ‘বিরোধী দলে’ ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘সরকারি দল’ অর্থাৎ ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষার্থীদের দল।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) আয়োজিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মোট ৪৬টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউডিএসের সভাপতি রায়হান শানন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাজহারুল কবির।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের ছাত্রী নাফিয়া গাজী ১৯৯১ সালের ২৯ মার্চ রাজধানীর মৌচাক মার্কেটের সামনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। বিতার্কিক নাফিয়া গাজী স্মরণে দুই বছর অন্তর অন্তর এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিইউডিএস।
----------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
গতকাল ১২ মে ২০১৭ শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হলো ১২তম ‘নাফিয়া গাজী আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা’র সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিতে অতিথিদের সাথে পুরস্কারপ্রাপ্ত বিতার্কিকদের দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)