‘স্পৃহা বাংলাদেশ’ আয়োজিত “Championing Change: Celebrating Leadership & Motherhood” শীর্ষক এক অনুষ্ঠান আজ ১৩ মে ২০১৭ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে ওয়ার্ল্ড টিচারস ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম সম্মানিত অতিথি ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের বাস্তবতায় সমাজে নেতৃত্ব সৃষ্টি করা কিংবা নেতৃত্ব দেওয়া অত্যন্ত কঠিন কাজ। স্পৃহা সেই কাজটি করে যাচ্ছে। একজন মানুষ বিদ্যান হতে পারে, শিক্ষিত হতে পারে। শুধুমাত্র বিদ্যা এবং শিক্ষার দ্বারা প্রকৃত মানুষ সৃষ্টি হয় না, তার সাথে প্রজ্ঞা যুক্ত হলে মনুষ্যত্ব সম্পন্ন প্রকৃত মানুষ সৃষ্টি হয়। সমাজে সবাই স্বার্থের পেছনে ছুটছে, স্বার্থের মধ্যে আবদ্ধ। প্রকৃত মানুষকে নিজের স্বার্থ ছাড়াও সমাজের স্বার্থ, দেশের স্বার্থ নিয়েও ভাবতে হবে। সকলের মধ্যেই সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এ ধরণের সংগঠনের প্রয়োজন। স্পৃহা যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, সেটা প্রশংসনীয়। সেজন্য তাদেরকে ধন্যবাদ।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
‘স্পৃহা বাংলাদেশ’ আয়োজিত “Championing Change : Celebrating Leadership & Motherhood” শীর্ষক এক অনুষ্ঠান আজ ১৩ মে ২০১৭ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে ওয়ার্ল্ড টিচারস ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম সম্মানিত অতিথি ছিলেন। ছবিতে উপাচার্যকে প্রধান অতিথির বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)
‘স্পৃহা বাংলাদেশ’ আয়োজিত “Championing Change : Celebrating Leadership & Motherhood” শীর্ষক এক অনুষ্ঠান আজ ১৩ মে ২০১৭ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে ওয়ার্ল্ড টিচারস ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম সম্মানিত অতিথি ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)