ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মীয়মান রোকেয়া হল সংলগ্ন ‘৭ মার্চ ভবন’-এ স্থাপন করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ ৬ মে ২০১৭ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস প্রাঙ্গণে নির্মাণাধীন ভাস্কর্যটি পরিদর্শন করেন।
এ সময় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, রোকেয়া হলের প্রভোস্ট ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. নাজমা শাহীন, চারুকলা ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক ও শিল্পীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য ৭ মার্চ ভবনে স্থাপন করার উদ্দেশ্যে ভাস্কর্যটির নির্মাণ কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। যথাসময়ে কাজটি সম্পন্ন করে ভবনে স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মীয়মান রোকেয়া হল সংলগ্ন ‘৭ মার্চ ভবন’-এ স্থাপন করা হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ ৬ মে ২০১৭ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস প্রাঙ্গণে নির্মাণাধীন ভাস্কর্যটি পরিদর্শন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)