গতকাল ৫ মে ২০১৬ শুক্রবার বিকেলে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে রক্তের ট্রান্সফিউশন (রক্ত সংগ্রহশালা) সেন্টারের উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্টার উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় এই সেন্টার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি ফরিজুল ইসলাম, বাঁধনের উদ্যোক্তা শাহিদুল ইসলাম রিপন, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আলী ইমন, বাঁধন কেন্দ্রীয় উপদেষ্টা ও বিভিন্ন ইউনিটের কর্মী।
‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ উদ্বোধনের পর উপাচার্য বলেন, রক্ত দেওয়া ও নেওয়া একটি মহৎ কাজ। যারা এই কাজটিকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে অব্যাহতভাবে নিষ্ঠার পরিচয় দিয়ে যাচ্ছে এবং কর্মসূচী বাস্তবায়ন করছে, তারাই প্রকৃত মনুষ্যত্বের অধিকারী। বাঁধন ট্রান্সফিউশন সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে বাঁধনের রক্ত সংগ্রহের কাজটি আরও বেশি বেগবান হবে এবং রক্তদাতা ও গ্রহীতারা উপকৃত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় ‘বাঁধন ট্রান্সফিউশন সেন্টার’ স্থাপনের জন্য বাঁধন ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতোপূর্বে দুই কিস্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে মোট ৩৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়। বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: শাহিদুল ইসলাম রিপন অনুদানের এই চেক হস্তান্তর করেন।
-----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
গতকাল ৫ মে ২০১৬ শুক্রবার বিকেলে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে রক্তের ট্রান্সফিউশন (রক্ত সংগ্রহশালা) সেন্টারের উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্টার উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় এই সেন্টার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)