ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের প্রয়াত অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খন্দকার নিজামউদ্দিন স্মরণে এক স্মরণসভা আজ ৩ মে ২০১৭ বুধবার বিকেলে ভূগোল ও পরিবেশ বিভাগে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ, বাংলাদেশ ভূগোল পরিষদ এবং ঢাবি ভূগোল ও পরিবেশ বিভাগ এলুমনাই সমিতি যৌথভাবে উক্ত স্মরণসভার আয়োজন করেন। স্মরণসভায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. নজরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, অধ্যাপক ড. খন্দকার নিজামউদ্দিন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে তিনি নিষ্ঠার সাথে প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেছেন। উপাচার্য তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খন্দকার নিজামউদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল ২০১৭ রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
------------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের প্রয়াত অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খন্দকার নিজামউদ্দিন স্মরণে এক স্মরণসভা আজ ৩ মে ২০১৭ বুধবার বিকেলে ভূগোল ও পরিবেশ বিভাগে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগ, বাংলাদেশ ভূগোল পরিষদ এবং ঢাবি ভূগোল ও পরিবেশ বিভাগ এলুমনাই সমিতি যৌথভাবে উক্ত স্মরণসভার আয়োজন করেন। স্মরণসভায় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তব্য রাখেন। (ছবি: ঢাবি জনসংযোগ)