আন্তর্জাতিক মেধস্বত্ব দিবস-২০১৭ উপলক্ষে আজ ২৬ এপ্রিল ২০১৭ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্প (HEQEP) ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের যৌথ উদ্যোগে বিজনেস স্টাডিজ অনুষদস্থ সেমিনার কক্ষে ‘Intellectual Property (IP) Creation and Management in Universities’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। সিম্পোজিয়াম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ। সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের সিমবায়োসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড. অরবিন্দ চিনচুরে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্রতিনিধি ড. মো. মোখলেসুর রহমান, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্প-এর পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মহান্ত এবং বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আবদুল মাতলুব আহমেদ। এ বছর আন্তর্জাতিক মেধস্বত্ব দিবসের প্রতিপাদ্য- ‘জীবন উন্নয়নে উদ্ভাবন’ (Innovation-Improve lives).
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ২০১৫ সালে সমাবর্তন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডবিøউপিও-এর ডিরেক্টর জেনারেল ড. ফ্রানসিস গ্যারি এর সফরের কথা স্মরণ করেন। সমাবর্তন বক্তা হিসেবে গ্যারির বক্তব্যে আমাদের জীবনমান উন্নয়নে উদ্ভাবন কিভাবে কার্যকর সে প্রসঙ্গটি উত্থাপন করে উপাচার্য তাঁর বক্তৃতায় বলেন, আজকের দিনে আমাদের ভাবতে হবে নতুন কিছু উদ্ভাবন করাটা কতটা কঠিন এবং তার জন্য কতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। উপাচার্য এবারের মেধাস্বত্ব দিবসের প্রতিপাদ্য ‘জীবন উন্নয়নে উদ্ভাবন’ এর গুরুত্ব তুলে ধরে বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে জ্ঞানভিত্তিক সৃজনশীল উদ্ভাবনের উপর, তাই মেধাস্বত্ব রক্ষা আইনের মাধ্যমে এই সৃজনশীল কর্মকান্ডকে অনুপ্রাণিত করতে হবে। সৃজনশীলতা একজন ব্যক্তির মনের বহিঃপ্রকাশ, তা হতে পারে যেকোন ধরনের উদ্ভাবন, ডিজাইন, সিম্বল বা শিল্পকর্ম। মেধাস্বত্ব আইন অনুযায়ী প্রতিটি উদ্ভাবনই উদ্ভাবকের অমূল্য সম্পদ। তাই এই অমূল্য মেধাস্বত্ব সুরক্ষায় আমাদের সচেতনতা বাড়াতে হবে।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক মেধস্বত্ব দিবস-২০১৭ উপলক্ষে আজ ২৬ এপ্রিল ২০১৭ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্প ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের যৌথ উদ্যোগে বিজনেস স্টাডিজ অনুষদস্থ সেমিনার কক্ষে ‘Intellectual Property (IP) Creation and Management in Universities’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। সিম্পোজিয়াম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ। (ছবি: ঢাবি জনসংযোগ)
আন্তর্জাতিক মেধস্বত্ব দিবস-২০১৭ উপলক্ষে আজ ২৬ এপ্রিল ২০১৭ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্প ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের যৌথ উদ্যোগে বিজনেস স্টাডিজ অনুষদস্থ সেমিনার কক্ষে ‘ÔIntellectual Property (IP) Creation and Management in Universities’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। সিম্পোজিয়াম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ। ছবিতে উপাচার্যকে উদ্বোধনী বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)
আন্তর্জাতিক মেধস্বত্ব দিবস-২০১৭ উপলক্ষে আজ ২৬ এপ্রিল ২০১৭ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন প্রকল্প ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের যৌথ উদ্যোগে বিজনেস স্টাডিজ অনুষদস্থ সেমিনার কক্ষে ‘Intellectual Property (IP) Creation and Management in Universities’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। সিম্পোজিয়াম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ। ছবিতে এ উপলক্ষে প্রকাশিত একটি স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করতে দেখা যাচ্ছে। (ছবি: ঢাবি জনসংযোগ)