বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক লাকী আখন্দ-এর মৃত্যুতে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল ২১ এপ্রিল ২০১৭ শুক্রবার এক শোকবাণীতে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, লাকী আখন্দ একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন একজন দেশঅন্তপ্রাণ বীর মুক্তিযোদ্ধা ও কণ্ঠসৈনিক। তাঁর মৃত্যুতে সঙ্গীতাঙ্গণে যে শূণ্যতার সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
উপাচার্য মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
লাকী আখন্দের জন্ম ১৯৫৬ সালের ১৮ জুন। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘এই নীল মনিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘বিতৃষ্ণা জীবনে আমার’, ‘কি করে বললে তুমি’ ‘লিখতে পারি না কোনও গান, ‘ভালোবেসে চলে যেও না’ প্রভৃতি।
উল্লেখ্য, লাকী আখন্দ গতকাল ২১ এপ্রিল ২০১৭ শুক্রবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন।
-----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়