“মুছে যাক গøানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” মর্মবাণী ধারণ করে ঐক্য ও অসা¤প্রদায়িকতার ডাক দিয়ে ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। গতকাল ১৪ এপ্রিল ২০১৭ (১লা বৈশাখ ১৪২৪) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে নববর্ষ আবাহনের বর্ণময় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। শোভাযাত্রায় অংশ নেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলনে শোভাযাত্রাটি শাহবাগ মোড় হয়ে হোটেল রূপসী বাংলা থেকে টিএসসি হয়ে চারুকলায় এসে শেষ হয়। এছাড়া, বাঙালির উৎসবের এ শোভাযাত্রায় অংশ নিয়েছেন অনেক বিদেশি পর্যটকও।
বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয় পরিবারসহ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা বলেন, “লেখাপড়ার পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চার প্রয়োজন। অপসংস্কৃতি ও সব ধরনের মন্দ কাজ থেকে বিরত থাকতে সাংস্কৃতিক শিক্ষারও কোন বিকল্প নেই। উপাচার্য আরও বলেন, “পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার মাধ্যমে বাঙালির জাতির ইতিহাস ঐতিহ্য ধারার পাশাপাশি দেশ ও বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করা হয়। এ বছর থেকে বাংলা নববর্ষে ভিন্ন একটি মাত্রা যোগ হয়েছে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের কাছে স্বীকৃতি দিয়েছে। এতে করে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। নববর্ষ সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে আনুক- এটাই কামনা করি।”
বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় কলাভবন’র বটতলায় সংগীতানুষ্ঠান এবং থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের আয়োজনে নাটমন্ডল চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ।
বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া, বর্ষবরণ উপলক্ষে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম এবং সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন উপস্থিত ছিলেন।
--------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন উপলক্ষে গতকাল ১৪ এপ্রিল ২০১৭ (১লা বৈশাখ ১৪২৪) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় অংশ নেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। (ছবি : ঢাবি জনসংযোগ)
বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে গতকাল ১৪ এপ্রিল ২০১৭ (১লা বৈশাখ ১৪২৪) কলাভবন বটতলায় সকাল ৮টায় এক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিপ হুইপ আ স ম ফিরোজ এমপি, উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। (ছবি : ঢাবি জনসংযোগ)
বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন উপলক্ষে গতকাল ১৪ এপ্রিল ২০১৭ (১লা বৈশাখ ১৪২৪) ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে দিনব্যাপী এক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। (ছবি : ঢাবি জনসংযোগ)